পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা LAC-এর কাছে থাকা Demchok এবং Depsang- থেকে সেনা প্রত্যাহার করা শুরু করেছে ভারত ও চিন। দুদেশের সেনা আধিকারিকদের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী এই দুই জায়গাতেই মহড়া দেওয়ার কাজও শুরু করেছে ভারতী সেনা ও চিনের লাল ফৌজ। কিন্তু এরই মধ্যে ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিয়েছে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কিন্তু তাদের নজরদারি চলবে। LAC বরাবর এই নজরদারি যেমন আগে চলছিল তা চলবে। এর সঙ্গে দুদেশের সেনার মধ্যে হওয়া চুক্তির কোনও সম্পর্ক নেই। দেশের সীমান্ত রক্ষার্থে ভারতীয় বায়ুসেনা সর্বদা সতর্ক রয়েছে বলেও জানানো হয়েছে এয়ারফোর্সের তরফে। এদিকে ভারতীয় বায়ুসেনার এই সিদ্ধান্ত জানার পর কার্যত কেঁপে উঠেছে চিন। পরবর্তী রূপরেখা ঠিক করতে ইতিমধ্যেই সেনার শীর্ষ স্তরে আলোচনাও শুরু হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে দিল্লিতে শুরু হয়েছে ভারতীয় বায়ুসেনার biannual commanders’ conference. দিল্লিতে এয়ার ফোর্সের সদর দপ্তরেই শুরু হয়েছে এই সম্মেলন। সেই বৈঠকেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে এই মুহূর্তে LAC থেকে ইন্ডিয়ান এয়ার ফোর্সের ডিপ্লয়মেন্টের কোনও বদল হবে না। এই সম্মেলনে মূলত ভারতীয় বায়ুসেনার ক্ষমতা ও সীমান্ত এলাকায় বিশেষত ভারতের উত্তর সীমান্তে এয়ার ফোর্সের নজরদারি নিয়ে আলোচনা হয়। এয়ারফোর্সের আধুনীকিকরণ নিয়েও আলোচনা হয় এই সম্মেলনে।
IAF maintains surveillance along LAC as troops withdraw