scorecardresearch
 
Advertisement

India and Singapore: মহারাষ্ট্রে শেষ হল ভারত-সিঙ্গাপুর যৌথ সামরিক মহড়া 'অগ্নি ওয়ারিয়র'

India and Singapore: মহারাষ্ট্রে শেষ হল ভারত-সিঙ্গাপুর যৌথ সামরিক মহড়া 'অগ্নি ওয়ারিয়র'

শনিবার মহারাষ্ট্রের দেবলালি শহরের ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনাবাহিনী এবং সিঙ্গাপুর সশস্ত্র বাহিনীর মধ্যে তিন দিনের যৌথ সামরিক মহড়া শেষ হয়েছে।'অগ্নি ওয়ারিয়র (XAW-2024)'-এর 13 তম সংস্করণে সিঙ্গাপুর আর্টিলারির ১৮২ জন কর্মী এবং রেজিমেন্ট অফ আর্টিলারির ১১৪ জন কর্মী নিয়ে গঠিত ভারতীয় সেনাদলের সদস্যদের নিয়ে সিঙ্গাপুর সশস্ত্র বাহিনীর কন্টিনজেন্টের অংশগ্রহণ প্রত্যক্ষ করেছে। এই দ্বিপাক্ষিক মহড়ার উদ্দেশ্য ছিল জাতিসংঘ সনদের অধীনে একটি বহুজাতিক বাহিনী হিসাবে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে মহড়া এবং পদ্ধতির পারস্পরিক বোঝাপড়ার প্রচার করা।

Advertisement