scorecardresearch
 
Advertisement

India Today Conclave 2024: কীভাবে রামলালার চক্ষুদান করা হয়েছিল ? জানালেন শিল্পী

India Today Conclave 2024: কীভাবে রামলালার চক্ষুদান করা হয়েছিল ? জানালেন শিল্পী

অধোয্য়ায় রাম মন্দির কীভাবে তৈরি করা হল? কীভাবে রাম বিগ্রহের চক্ষুদান করা হয়েছিল, জানালেন শিল্পী অরুণ যোগীরাজ। শিল্পী বললেন, আমার খুব টেনশন ছিল। ১০ রকমের চোখ তৈরি করা যেতে পারে। ২০ মিনিট মাত্র আমার কাছে সময় ছিল। কূলদেবতার পুজো সেরে মাত্র ২০ মিনিটে আমি ওই চোখ তৈরি করতে পারলাম। আমরা আসলে যা চাই, সেটাই তৈরি করতে পারি।

Advertisement