ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৪-এর মঞ্চে ইলেক্টরাল বন্ডকে স্বচ্ছ বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন ইলেক্টোরাল বন্ড প্রসঙ্গে শাহ বলেন, "ইলেক্টরাল বন্ড ভারতীয় রাজনীতি থেকে কালো টাকা ধ্বংস করার জন্য আনা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ সকলকে মানতে হয়। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট সোমবার শুনানি করবে। সুপ্রিম কোর্টের মত নিয়ে কোনও মন্তব্য করি না। আমাকে বুঝিয়ে বলুন, ইলেক্টরাল বন্ড আসার আগে কীভাবে চাঁদা আসত? রাহুল গান্ধী বলেছেন, সবথেকে বড় বীজ বপনের জায়গা আসলে ইলেক্টোরাল বন্ড। জানি না তাঁকে এসব কে বোঝায়। বিজেপি ৬ হাজার কোটির বন্ড পেয়েছে। মোট ২০ হাজার কোটি। তাহলে বাকি ১৪ হাজার বন্ড কোথায় গেল? টিএমসি ১৬০০ কোটি টাকা পেয়েছে, কংগ্রেস ১৪০০ কোটি টাকা পেয়েছে.....। বিজেপি ৩০৩ সাংসদের পার্টি হয়েও আমাদের ৬ হাজার কোটি মিলেছে আর যাদের ২৪২ জন সাংসদ তাদের ১৪ হাজার কোটির বন্ড বেরিয়েছে। হিসেব খুললে কেউ মুখ দেখাতে পারবে না।"