scorecardresearch
 
Advertisement

Indian Air Force Exercise: এবার ভারতই আয়োজন করবে যুদ্ধ বিমানের মহড়া, অংশ নিতে পারে 10 দেশের বায়ুসেনা

Indian Air Force Exercise: এবার ভারতই আয়োজন করবে যুদ্ধ বিমানের মহড়া, অংশ নিতে পারে 10 দেশের বায়ুসেনা

আর কয়েক মাস পর দেশেরে স্বাধীনতা দিবস। আর তার আগে ভারতীয় বায়ু সেনা এবার মেগা মহড়া আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বের অন্তত 10টি দেশের বায়ুসেনাকে ভারতের তরফে এই মহড়ায় আমন্ত্রণ জানানো হবে। সামরিক ক্ষেত্রে পরস্পরের মধ্য়ে সহযোগিতা আরও বৃদ্ধির জন্য এই বিশেষ উদ্য়োগ। এই নয়া কর্মসূচির নাম তরঙ্গ শক্তি। 12 মার্চ পোখরানে ভারত শক্তির মহড়া হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই শোনা গিয়েছিল তরঙ্গ শক্তি-র আয়োজনের কথা। কিন্তু কি এই ‘তরঙ্গ শক্তি’? এর লক্ষ্য কী জানেন?

Indian Air Force Exercise

Advertisement