কেন্দ্র শীঘ্রই ভারত-মিয়ানমার সীমান্তে বেড়া দেবে, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ জানালেন, অবাধ যাতায়াত রোখার জন্য ঠিক যেমনটি করা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, তেমনটাই এবার ভারত-মিয়ানমার সীমান্তেও করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রিয় সরকার। ফ্রি মুভমেন্ট রেজিমের জন্য ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি বসবাসকারী ব্যক্তিদের ভিসা ছাড়াই একে অন্যের অঞ্চলে 16 কিমি পর্যন্ত প্রবেশ করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার সঙ্গেই তা আর হবে না।
India's border with Myanmar to be fenced to restrict infiltrators says Amit Shah