scorecardresearch
 
Advertisement

Indian Samudrayaan: টাইটানের মত সাবমেরিন বানাচ্ছে ভারত, ভয় ধরাচ্ছে পরিণতি

Indian Samudrayaan: টাইটানের মত সাবমেরিন বানাচ্ছে ভারত, ভয় ধরাচ্ছে পরিণতি

টাইটানিক অভিযানে যাওয়া ডুবোজাহাজ টাইটানের দুর্ঘটনার খবর সামনে আসতেই সতর্ক ভারত। কেন বলুন তো? কারণ টাইটানের ধাঁচে বিশেষ ডুবোজাহাজ তৈরি করছে ভারত। কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে টাইটানের স্মৃতি। সমুদ্র বিশেষ অভিযানের জন্য ভারত তৈরি হচ্ছে একটি অত্যাধুনিক ডুবোজাহাজ। ডুবোজাহাজের নাম মৎস্য 6000। সমুদ্রের গভীরে গবেষণা চালানোর জন্যই বিশেষ প্রযুক্তিতে এই ডুবোজাহাজ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই বিজ্ঞান মন্ত্রকের অধীনে থাকা চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি এই ডুবোজাহাজটি তৈরি করেছে। সমুদ্রের 6000 মিটার গভীরে যাওয়ার মতো অত্যাধুনিক যন্ত্র তৈরির কাজ প্রায় শেষ করে এনেছে।

India's first mission to send humans 6,000 metres deep in ocean

TAGS:
Advertisement