scorecardresearch
 
Advertisement

ISRO Chandrayaan 3 Latest News: চাঁদ মানুষের বসবাসের যোগ্য, চন্দ্রযান-3 প্রমান করল

ISRO Chandrayaan 3 Latest News: চাঁদ মানুষের বসবাসের যোগ্য, চন্দ্রযান-3 প্রমান করল

চাঁদের মাটি কি আদৌ বসবাসের যোগ্য? চাঁদে কি সত্যিই প্রাণের সন্ধান মিলবে? একসময় কি চাঁদের মাটিতে চলে ফিরে বেড়াত ভিনগ্রহীরা? এরকম হাজারো প্রশ্নের ভিড় মাথায় আসতো সাধারণ মানুষের মনে। দেশ-বিদেশের বিজ্ঞানীরাও নিরন্তর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করে গিয়েছেন। এরপর বুধবার 23 অগস্ট, চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রমের অবতরণের পর যেন খুলে গিয়েছে নতুন দিগন্ত। চাঁদের দক্ষিণ মেরুর নানা অংশের বিস্তারিত তথ্য ও ছবি পাঠিয়েছে বিক্রমের ভিতরে থাকা রোভার প্রজ্ঞান।

ISRO Chandrayaan 3 Latest News:

Advertisement