scorecardresearch
 
Advertisement

Chandrayaan 3: চাঁদে পাড়ি দিল ভারতের 'বাহুবলী', চন্দ্রযান ৩ কবে নামছে চাঁদের মাটিতে

Chandrayaan 3: চাঁদে পাড়ি দিল ভারতের 'বাহুবলী', চন্দ্রযান ৩ কবে নামছে চাঁদের মাটিতে

ইসরোর শ্রীহরিকোটার ২ নম্বর লঞ্চ প্যাড থেকে চাঁদের উদ্দেশে রওনা দিল চন্দ্রযান-৩। তবে এখনই সরাসরি চাঁদে পৌঁছে যাবে না। প্রথমে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে চন্দ্রযান। এরপর ৫ বার থ্রাস্টার চালিয়ে, ধাপে ধাপে পৃথিবী থেকে দূরত্ব বৃদ্ধি করা হবে। পঞ্চম বারে লুনার ট্রান্সফার অরবিট ম্যানুভারের মাধ্যমে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে। ৫ অগস্ট চাঁদের কক্ষপথে ঢুকবে চন্দ্রযান-৩। এরপর ৫ বার ম্যানুভারের মাধ্যমে চাঁদের ১০০ কিলোমিটারের দূরত্বের কক্ষপথে পৌঁছাবে চন্দ্রযান-৩।

Advertisement