মুকুটে ফের নতুন পালক। ইন্ডিয়ান স্পেস রিসার্চ এজেন্সি (ISRO) আজ, শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড স্যাটেলাইট SSLV-D2 এর দ্বিতীয় সংস্করণ সফল ভাবে উৎক্ষেপণ করেছে পেরেছে। এদিন সকাল ৯টা ১৮ মিনিটে এই উৎক্ষেপণ হয়। ISRO জানিয়েছে, এই নতুন রকেটে SSLV-D2 ৩টি উপগ্রহ বহন করেছে। ইসরোর ডিজাইন করা এবং তৈরি করা ষষ্ঠ উৎক্ষেপণ যান এই রকেট। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ৩৫০ কিলোরও বেশি ওজনের তিনটি পেলোড সহ নিম্ন আর্থ অরবিটে ১৫ মিনিটের উড়ান শেষ করবে।
ISRO Launches SSLV-D2- from Satish Dhawan Space Centre Today