শনিবার, 2 অগস্ট সকাল 11 টা 50 মিনিটে শ্রীহরিকোটা থেকে আদিত্য L1 সৌরযানের সফল উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO.শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে PSLV XL C-57 রকেটের সফল উৎক্ষেপণ করা হয়। এই রকেটে করেই ভারতের সৌরযান আদিত্য L1 রওনা দিয়েছে। তবে ভারতের আগেও বেশ কয়েকটি দেশ সৌরমিশন পাঠিয়েছে। আসুন দেখে নেওয়া যাক একনজরে।
ISRO Solar Mission Aditya-L1 Live Update