scorecardresearch
 
Advertisement

Gold deposits in Odisha: লিথিয়ামের পর বিশাল সোনার ভাণ্ডারের হদিশ

Gold deposits in Odisha: লিথিয়ামের পর বিশাল সোনার ভাণ্ডারের হদিশ

ওডিশায় মিলল বিপুল সোনার ভাণ্ডার। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সমীক্ষায় জানিয়েছে, ওড়িশার তিনটি জেলায় সোনার ভাণ্ডার খুঁজে পাওয়া গেছে। ওড়িশার খনি মন্ত্রী প্রফুল্ল মালিক জানিয়েছেন, দেওগড়, কেওনঝার ও ময়ুরভঞ্জ জেলায় পাওয়া গেছে এই সোনার খনি। বিধানসভায় বিধায়ক সুধীর কুমার সামালের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী প্রফুল্ল মালিক জানান, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও ডিরেক্টরেট অফ মাইনস অ্যান্ড জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের সমীক্ষায় দেখেছে যে দেওগড়, কেওনঝাড় ও ময়ূরভঞ্জ জেলায় সোনার ভাণ্ডার রয়েছে। সোনার আগে জম্মু কাশ্মীরের রিয়াসিতে প্রচুর পরিমাণে লিথিয়ামের ভাণ্ডার পাওয়া গেছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ জিএসআই-এর বক্তব্য অনুসারে, এখানে 59 লক্ষ টনের লিথিয়ামের ভাণ্ডার রয়েছে। লিথিয়ামের পর সোনার খনি পাওয়ায় ভারত যে আরও অর্থনৈতিক দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে তা বলার অপেক্ষাই রাখে না।

Jackpot! Geological Survey of India finds gold deposits in Odisha

Advertisement