scorecardresearch
 
Advertisement

Massive Avalanche in Gulmar: গুলমার্গে ভয়ঙ্কর তুষারঝড়, মৃত ২, উদ্ধার ১৯ বিদেশি নাগরিক

Massive Avalanche in Gulmar: গুলমার্গে ভয়ঙ্কর তুষারঝড়, মৃত ২, উদ্ধার ১৯ বিদেশি নাগরিক

গুলমার্গে ভয়ঙ্কর তুষারঝড় হয়। একটি স্কি রিসর্টে আফারওয়াত পাহাড়ে এই তুষারঝড় আঘাত করে। এর ফলে ২ বিদেশি নাগরিকের মৃত্যু হয়। খবর পেয়ে বারামুল্লা পুলিশ জম্মু ও কাশ্মীর পুলিশ এবং পর্যটন দফতরের যৌথ উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তারা নিহত দুই বিদেশি নাগরিকের দেহ উদ্ধার করে এবং বাকি ১৯ জন বিদেশিকেও তারা উদ্ধার করে।

Massive avalanche in Gulmarg

Advertisement