গুলমার্গে ভয়ঙ্কর তুষারঝড় হয়। একটি স্কি রিসর্টে আফারওয়াত পাহাড়ে এই তুষারঝড় আঘাত করে। এর ফলে ২ বিদেশি নাগরিকের মৃত্যু হয়। খবর পেয়ে বারামুল্লা পুলিশ জম্মু ও কাশ্মীর পুলিশ এবং পর্যটন দফতরের যৌথ উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তারা নিহত দুই বিদেশি নাগরিকের দেহ উদ্ধার করে এবং বাকি ১৯ জন বিদেশিকেও তারা উদ্ধার করে।
Massive avalanche in Gulmarg