Karnataka Election-Rahul Gandhi: কর্ণাটকের মানুষ পুঁজিবাদীদের পরাস্ত করেছে, প্রতিক্রিয়া রাহুলের
Karnataka Election-Rahul Gandhi: কর্ণাটকের মানুষ পুঁজিবাদীদের পরাস্ত করেছে, প্রতিক্রিয়া রাহুলের
- কর্ণাটক,
- 13 May 2023,
- Updated 2:56 PM IST
কর্ণাটক নির্বাচনে কংগ্রেসের জয়জয়কার। কর্ণাটকে পৌঁছান রাহুল গান্ধী। তিনি এই জয়ে কর্ণাটকের মানুষকে ধন্যবাদ জানান। তিনি বলেন কর্ণাটকে পুঁজিবাদীদের পরাজয় হয়েছে। গরীব মানুষের শক্তি পুঁজিবাদীদের হারিয়ে দিয়েছে।