scorecardresearch
 
Advertisement

Heavy Rain: প্রবল বৃষ্টিতে ফুঁসছে বিভিন্ন জলপ্রপাত, কৃষ্ণা ও কাবেরী চারপাসের মানুষদের চরম সতর্কতা

Heavy Rain: প্রবল বৃষ্টিতে ফুঁসছে বিভিন্ন জলপ্রপাত, কৃষ্ণা ও কাবেরী চারপাসের মানুষদের চরম সতর্কতা

কর্ণাটক স্টেট ন্যাচারাল ডিজাস্টার মনিটরিং সেন্টার কৃষ্ণা ও কাবেরী অববাহিকার আটটি নদীর ধারে নিচু এলাকায় বসবাসকারী লোকদেরকে চরম সতর্কতা দিয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে জলস্তর। শনিবার পর্যন্ত, কৃষ্ণা অববাহিকায়, বেলাগাভির গোকাক ফলস স্টেশনে ঘটপ্রভা নদীর জলস্তর, হাভারির কুপেলুর স্টেশনের কুমুদবতী নদী এবং শিবমোগা, মহিশি এবং চিক্কামাগালুর জেলার তুঙ্গা নদীর জলের স্তর তার বিপদসীমা ছাড়িয়ে গেছে। কাবেরী অববাহিকায়, চিক্কামগালুরের বেত্তাদামনে স্টেশনে হেমাবতী নদী, কোডাগুর মুক্কোদলু স্টেশনে হারাঙ্গি নদী এবং চামরাজনগরের কোলেগাল স্টেশনে কাবেরী নদী নিচু এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অববাহিকা অঞ্চলে মুষলধারে বৃষ্টির কারণে হারঙ্গী নদী ছাড়া বাকি সব নদীর জল ক্রমশ বাড়ছে।

Advertisement