scorecardresearch
 
Advertisement

Know The Difference Between CAA And NRC: CAA আর NRC, বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব নাকি ভারতীয় মুসলিমদের বের করার কল?

Know The Difference Between CAA And NRC: CAA আর NRC, বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব নাকি ভারতীয় মুসলিমদের বের করার কল?

2019 সালে সংসদের উভয়কক্ষে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব বিল। এরপর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই বিলে সই করে সিএএ-কে আইনে পরিণত করতে বেশি সময় নেননি। ফলে আইন আগেই হয়ে গিয়েছিল। বাকি ছিল কয়েকটি ধারা ও উপধারা প্রয়োগ করে সেটি বলবৎ হওয়া। প্রায় চার বছর পর ২০২৪-এর ১১ মার্চ, সোমবার দেশজুড়ে সিএএ লাগু করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীর ভাষণ দিয়ে জানিয়ে দেন সিএএ লাগু হচ্ছে।

Know The Difference Between CAA And NRC

TAGS:
Advertisement