2019 সালে সংসদের উভয়কক্ষে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব বিল। এরপর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই বিলে সই করে সিএএ-কে আইনে পরিণত করতে বেশি সময় নেননি। ফলে আইন আগেই হয়ে গিয়েছিল। বাকি ছিল কয়েকটি ধারা ও উপধারা প্রয়োগ করে সেটি বলবৎ হওয়া। প্রায় চার বছর পর ২০২৪-এর ১১ মার্চ, সোমবার দেশজুড়ে সিএএ লাগু করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীর ভাষণ দিয়ে জানিয়ে দেন সিএএ লাগু হচ্ছে।
Know The Difference Between CAA And NRC