scorecardresearch
 
Advertisement

Maharashtra Election Result: মহারাষ্ট্রের মহাযুতির ঐতিহাসিক জয়, বাজনা আর বাজিতে মাতোয়ারা বিজেপি কর্মীরা

Maharashtra Election Result: মহারাষ্ট্রের মহাযুতির ঐতিহাসিক জয়, বাজনা আর বাজিতে মাতোয়ারা বিজেপি কর্মীরা

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক পারফরম্যান্স করল বিজেপি। গত নির্বাচনে দেবেন্দ্র ফড়নবীশের দল জিতেছিল ১০৫ আসন। এবার ১৪৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। ১২৫ টিরও বেশি আসনে তারা জিতবে বলে মনে করা হচ্ছে। একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা ৮১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৫৫ আসনে জিতেছে। মহাযুতির দুই দলই একসঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পেরিয়েছে।

Advertisement