সোমবার মুম্বইয়ে রাহুল গান্ধীর সাংবাদিক বৈঠক চলাকালীন একটি সিন্দুক আনা হয়। যার উপর লেখা মোদীর স্লোগান,'এক হ্যায় তো সেফ হ্যায়'। রাহুল বলেন,'এটাই নরেন্দ্র মোদীর 'এক হ্যায় তো সেফ হ্যায়'-এর আসল রূপ। মহারাষ্ট্র সরকারের কৌশল'। সিন্দুকের লকার খোলেন রাহুল। বেরিয়ে আসে দুটি পোস্টার। একটি পোস্টারে পাশাপাশি নরেন্দ্র মোদী এবং গৌতম আদানি। আর একটি পোস্টারে, ধারাভির মানচিত্র। লোকসভার বিরোধী দলনেতার কটাক্ষ,'এক লক্ষ কোটি টাকার ব্যবসা চলছে। এটাই ওদের লক্ষ্য। এটাই ওঁর স্লোগানের আসল মানে'।