scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee : করমণ্ডল দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মমতার

Mamata Banerjee : করমণ্ডল দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মমতার

শুক্রবার, 2 জুন সন্ধ্যা 7 টা নাগাদ বালাসোরের বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় চেন্নাইগামী 12841 আপ করমণ্ডল এক্সপ্রেস । তবে শুক্রবার করমণ্ডল এক্সপ্রেস ছাড়াও আরও দুটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। আপ করমণ্ডল এক্সপ্রেস গিয়ে ধাক্কা মারে একই লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পিছনে। ধাক্কার তীব্রতায় মাত্র তিনটি কামরা ছাড়া বাকী বগিগুলি পাশের ডাউন লাইনে ছিটকে পড়ে। একটু পরেই ডাউন লাইনে আসছিল হাওড়াগামী ডাউন যশবন্তপুর এক্সপ্রেস। ডাউন লাইনে ছিটকে পড়ে থাকা করমণ্ডল এক্সপ্রেসের কামরাগুলিতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয় ওই ট্রেনেরও বেশ কয়েকটি কামরা। করমণ্ডল দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মমতার

Mamata Banerjee announces Rs 5 lakh ex gratia compensation for victims of Odisha train accident

Advertisement