scorecardresearch
 
Advertisement

Funny Viral Video Telangana: দেখুন ভিডিও! বডি ভেবে পুলিশ জল থেকে হাত ধরে ব্যক্তিকে টানতেই আজব কাণ্ড!

Funny Viral Video Telangana: দেখুন ভিডিও! বডি ভেবে পুলিশ জল থেকে হাত ধরে ব্যক্তিকে টানতেই আজব কাণ্ড!

গরমে হাঁসফাঁস অবস্থা দেশের বিভিন্ন অংশের মানুষের। কোথাও কোথাও তাপমাত্রা পেরিয়েছে 45 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রায় রাখা জল গরম হয়ে যাচ্ছে। তাই গরম থেকে স্বস্তি পেতে ভরসা রাখতে হচ্ছে ঠান্ডা জলে। এমন অবস্থায় গরমের হাত থেকে বাঁচতে এক ব্যক্তির জলে ভেসে থাকার ভিডিও ভাইরাল হয়েছে। জলের এমন ভাবেই ভেসে ছিলেন দেখে মনে হবে তিনি মারা গেছেন। কিন্তু তাঁকে জল থেকে তুলে আনতেই হঠাৎই জেগে ওঠেন। যা দেখে একেবারে অবাক সকলেই। আর সেই ভিডিও নেট দুনিয়ায় রীতিমত ভাইরাল।

Man floating in pond mistook to be dead body in Telangana viral video

Advertisement