রাজ্য ও কেন্দ্র যৌথভাবে মণিপুর নিয়ে উদ্বিগ্ন। আজই সেখানে দুটি NDRF টিম পাঠানো হয়েছে। যারা মণিপুরে আগুনে ইন্ধন যোগানোর চেষ্টা করছে তাঁদের আমি সতর্ক করতে চাই এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে। একটা সময় আসবে যখন মণিপুর নিজেই সেই লোকদের প্রত্যাখ্যান করবে। যাঁরা মণিপুর, এর ইতিহাস জানেন, তারা জানেন যে সেখানে সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে। কংগ্রেসের লোকদের ভুলে যাওয়া উচিত নয় যে এই পরিস্থিতিতে, এই ছোট রাজ্যে 10 বার রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল। মণিপুরের ঘটনা নিয়ে মৌনতা ভেঙে সংসদ ভবনে সবার সামনে মুখ খুললেন নরেন্দ্র মোদি।
"Manipur Will Reject You": PM Slams Opposition For "Politicising" Issue