scorecardresearch
 
Advertisement

Mata Jwala temple: সম্প্রীতির ছবি কাশ্মীরে, হিন্দু-মুসলিম একসঙ্গে মাতা-জ্বালার জন্মদিন পালন

Mata Jwala temple: সম্প্রীতির ছবি কাশ্মীরে, হিন্দু-মুসলিম একসঙ্গে মাতা-জ্বালার জন্মদিন পালন

কাশ্মীরের পুলওয়ামা জেলার খ্রেউ গ্রামে একটি পাহাড়ের উপরে, জ্বালা মাতার মন্দিরটি প্রতি বছর আষাঢ় চতুর্দশীতে মুসলিম এবং হিন্দুরা জ্বালা মাতার জন্মদিনে প্রার্থনা করতে ভিড় করেন। শ্রীনগর থেকে ২৫ কিমি দূরে এই গ্রামে হিন্দু-মুসলিমদের এই সম্প্রীতি নতুন কিছু নেই। দুই সম্প্রদায়ের মানুষদের এখানে একসঙ্গে খাওয়ানো হয়।

Advertisement