scorecardresearch
 
Advertisement

Mizoram Assembly Election 2023: কড়া নিরাপত্তায় ভোট মিজোরামে, সিল করা হয়েছে মায়ানমার সীমান্ত

Mizoram Assembly Election 2023: কড়া নিরাপত্তায় ভোট মিজোরামে, সিল করা হয়েছে মায়ানমার সীমান্ত

ভোট হচ্ছে মিজোরামেও। মিজোরামের ১,২৭৬ ভোট কেন্দ্রে সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকাল ৪ টা পর্যন্ত চলবে। ভোট গণনা হবে ৩ ডিসেম্বর। ভোটের আগে মায়ানমারের সঙ্গে ৫১০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত এবং বাংলাদেশের সঙ্গে ৩১৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। এছাড়াও অসমের তিনটি জেলা, মণিপুরের দুটি জেলা এবং ত্রিপুরার একটি জেলার সঙ্গে আন্তঃরাজ্য সীমানাও বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের জন্য কমপক্ষে ৩,০০০ পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৫,৪০০ কর্মী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ১৮ জন মহিলা-সহ মোট ১৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ), প্রধান বিরোধী জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) এবং কংগ্রেস ৪০ টি আসনে প্রার্থী দিয়েছে।

Advertisement