scorecardresearch
 
Advertisement

MQ-9B drone deal with U.S: আমেরিরার থেকে অত্যাধুনিক MQ-9B Reaper ড্রোন কিনতে চলেছে ভারত

MQ-9B drone deal with U.S: আমেরিরার থেকে অত্যাধুনিক MQ-9B Reaper ড্রোন কিনতে চলেছে ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্য সমাপ্ত আমেরিকা সফর বেশ গুরুত্বপূর্ণ। বাইডেন-মোদির সম্পর্কের রসায়ন থেকে এটা স্পষ্ট যে আমেরিকা ভারতকে কাছে পেতে কতটা উদগ্রীব। আন্তর্জাতিক ক্ষেত্রে এর একটা বড় তাৎপর্য রয়েছে আমেরিকার দৃষ্টিভঙ্গি থেকে। অন্যদিকে এই সফরের পরই জানা গেল যে আমেরিকার থেকে অতি শক্তিশালী ড্রোন কিনছে ভারত। আমেরিরার থেকে অত্যাধুনিক MQ-9B Reaper ড্রোন কিনতে চলেছে ভারত। ড্রোন কিনছে ভারত। কিন্তু কেন? কি হবে ড্রোন দিয়ে? এই ভেবে ভেবে চিন ও পাকিস্তান যেন তাদের ব্লাড প্রেসার আরও বাড়াচ্ছে। পাকিস্তান তো আগেই নিজেদের সব হারিয়ে বসেছিল। এবার চিনও ভাবছে ভারত কি করছে। শত্রুর উপর হামলা ছাড়া নজরদারির কাজেও ব্যবহার হয় MQ-9B Reaper। আমেরিকার General Atomics Aeronautical Systems নামক সংস্থা তৈরি করেছে এই ঘাতক ড্রোনগুলি। ইরানের জেনারেল সুলেইমানি থেকে শুরু করে আল কায়দার জঙ্গিনেতা জওয়াহিরিকে নিকেশ করতে এই ড্রোনই ব্যবহার করেছে আমেরিকা। এই ড্রোন কেনার ক্ষেত্রে Transfer of Technology বা প্রযুক্তি হস্তান্তরের কথা বলেছিল প্রতিরক্ষা মন্ত্রক। এই ড্রোনটি অত্যন্ত প্রখোর। শত্রুপক্ষের দিকে দ্রুতগতিতে ধেয়ে আসা এবং শত্রুকে চিহ্নিত করে আঘাত আনার জন্য এই ড্রোন মারাত্মক। এই বলা যেতে পারে সাইলেন্ট ভাবেই এই ড্রোন শত্রুর দিকে ধেয়ে আসতে সক্ষম। এই ড্রোনগুলি হাতে পেলে ভারতের সামরিক শক্তি আরও বৃদ্ধি পাবে। চিন সীমান্ত থেকে অতল সমুদ্রে আরও তীক্ষ্ণ নজরদারি চালাতে পারবে ভারত। প্রয়োজনে প্রাণহানীর আশঙ্কা ছাড়াই শত্রুপক্ষকে জব্দও করতে পারবে ভারত। এই ড্রোনগুলি সমুদ্রের ওপর নজরদারির জন্য ব্যবহৃত হবে। এদিকে স্কাই গার্ডিয়ানগুলি ভূভাগের ওপর আকাশ থেকে নজরদারির জন্য কাজে লাগানো হবে। এদিকে জানা গিয়েছে, ৩১টি ড্রোনের মধ্যে নৌসেনাকে দেওয়া হবে 15টি ড্রোন। সেনা আটটি এমকিউ-9বি ড্রোন দেওয়া হবে। এছাড়া বায়ুসেনার হাতেও তুলে দেওয়া হবে আটটি এমকিউ-৯বি ড্রোন।

MoD rejects ‘speculative reports’ on pricing, terms of MQ-9B drone deal with U.S., says yet to be finalised.

Advertisement