scorecardresearch
 
Advertisement

Mumbai Man Surgery: মেট্রো স্টেশনে হঠাৎ বুকে ব্যথা যুবকের, স্পেশাল অপারেশনে প্রাণ বাঁচালেন চিকিৎসক

Mumbai Man Surgery: মেট্রো স্টেশনে হঠাৎ বুকে ব্যথা যুবকের, স্পেশাল অপারেশনে প্রাণ বাঁচালেন চিকিৎসক

মেট্রো স্টেশনে দিয়ে হাটছিলেন এক যুবক। হাটতে হাটতে হঠাৎ বুকে অসহ্য যন্ত্রণা। এরপরেই সব কিছু অন্ধকার। জ্ঞান হারালেন যুবক। স্টেশনে থাকা ব্য়ক্তিদের বুঝতে অসুবিধা হয়নি যে, স্ট্রোক হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিরাকলের মাধ্যমে তাঁকে বাঁচিয়ে তোলেন চিকিৎসকরা। হার্ট অ্যাটাকে আক্রান্ত 23 বছরের মুম্বইয়ের এক যুবককে বাঁচিয়ে তুলে কার্যত অসাধ্য সাধন করেন এইচ এল হিরানন্দানি হাসপাতালের ডাক্তাররা। হাসপাতাল সূত্রে খবর, অ্যাঞ্জিওগ্রামের পর দেখা যায় ওই যুবকের হৃদযন্ত্রে ব্লক রয়েছে। দ্রুত অপারেশন করতে হবে। কিন্তু, ওপেন হার্ট সার্জারি করা ওই মুহূর্তে সম্ভব ছিল না। এরপরই এইচ এল হিরানন্দানি হাসপাতালের চিকিৎসকরা বিশেষ এক ধরণের বাষ্পীভূত পদ্ধতি ব্যবহার করেন। এর জেরেই তাঁর ধমনীর ব্লকেজ সম্পূর্ণ কমে যায়।

Mumbai Man Life Saved In Miracle Surgery After A Heart Attack

TAGS:
Advertisement