scorecardresearch
 
Advertisement

ভরা সংসদে মোদির মুখে নেহরুর প্রশংসা, প্রধানমন্ত্রীর হলটা কী?| Narendra Modi | Jawaharlal Nehru

ভরা সংসদে মোদির মুখে নেহরুর প্রশংসা, প্রধানমন্ত্রীর হলটা কী?| Narendra Modi | Jawaharlal Nehru

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রশংসা শোনা গেল বর্তমান প্রধানমন্ত্রী নেহরুর গলায়। সংসদের বিশেষ অধিবেশনে মোদি রাজনৈতিক বিরোধ ভুলে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং তাঁর মন্ত্রিসভার প্রশংসা করলেন। এদিন মোদি বললেন, “নেহরুজির বক্তব্য সংসদকে অনুপ্রাণিত করেছে।” এর পাশাপাশি ইন্দিরা গান্ধীর আমলের জরুরি অবস্থার প্রসঙ্গ উত্থাপন করে মোদি বলেন, “এই সংসদ ভবন যেমন জরুরি অবস্থা দেখেছে, তেমনই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত হতেও দেখেছে।” তবে ইন্দিরা আমলের প্রশংসা করে মোদি এ-ও বলেন যে, “এই সংসদ বাংলাদেশের মুক্তির জন্য ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়েছিল।” সংসদের ভাষণে তাঁর পূর্বসূরিদের প্রসঙ্গ উত্থাপন করলেন প্রধানমন্ত্রী। তাঁদের মধ্যে তিন জন প্রয়াত। প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরু, লালবাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধীর কথা উল্লেখ করে তিনি বলেন, “তিন প্রধানমন্ত্রীকে তাঁদের কার্যকালে হারিয়েছে সংসদ।”

Narendra Modi praises Nehru in Parliament

Advertisement