scorecardresearch
 
Advertisement

Chandrayaan-4 News Update: ISROর নতুন সাফল্য,নতুন প্ল্যানিং নিয়ে চন্দ্রযান-4 এর ভাবনা বাস্তব

Chandrayaan-4 News Update: ISROর নতুন সাফল্য,নতুন প্ল্যানিং নিয়ে চন্দ্রযান-4 এর ভাবনা বাস্তব

চন্দ্রযান-৩-এর সাফল্যের পর এখন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান-4 নিয়ে উঠে পড়ে লেগেছে। চন্দ্রযান 3 মিশনের সব খামতি এবার চন্দ্রযান 4 এ পূরণ করতে চায় ইসরো। চন্দ্রযান ফোরের মিশন সদস্যরা বলছেন, অবশ্যই সম্ভব হবে সে সব পূরণ করা। চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার নামলে ঘুমিয়ে পড়েছিল। পরে তাকে আর জাগানো সম্ভব হয়নি। তবে এবার নতুন মিশনের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসরোর কাছে। ইসরোর টার্গেট, এমন এক মহাকাশযান চাঁদে পাঠানো হবে, যে অনেকটা সময় ওখানে থেকে কাজ করবে।

Chandrayaan-4 News Update

Advertisement