বুধবার গভীর রাতে দিল্লির বাওয়ানা শিল্প এলাকার কাছে মুনক খাল ভেঙে যায়। এরপরই পাশের জেজে কলোনিতে জলাবদ্ধতা দেখা দেয়। এখানে ছয়টি ব্লক তিন ফুটের বেশি জলে প্লাবিত হয়েছে। এখন এই জল দ্রুত অন্য এলাকায় চলে যাচ্ছে। এতে সাধারণ মানুষ নানা সমস্যায় পড়েছেন। বর্তমানে মেরামতের কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা জানান "জেজে কলোনির প্রায় প্রতিটি ব্লকে জল ঢুকেছে। আনুমানিক রাত ১২টার দিকে মুনাক খালের বাঁধ ভেঙে যায়। তাদের অভিযোগ প্রশাসন, বিশেষ করে সেচ দফতর জলের প্রবাহ বন্ধ করার জন্য যথেষ্ট চেষ্টা করছে না। স্থানীয় নেতারা দেখতে এসেছেন, কিন্তু এখনও পর্যন্ত এমন কিছুই হয়নি যা হওয়া উচিত ছিল।