scorecardresearch
 
Advertisement

Karnataka Government Swearing in Ceremony: কর্ণাটকের শপথে বিরোধী জোট, '৫ প্রতিশ্রুতি আইনে পরিণত হবে', বললেন রাহুল

Karnataka Government Swearing in Ceremony: কর্ণাটকের শপথে বিরোধী জোট, '৫ প্রতিশ্রুতি আইনে পরিণত হবে', বললেন রাহুল

কর্ণাটকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করল কংগ্রেস। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন সিদ্দারামাইয়া। তাঁর ডেপুটি হলেন ডিকে শিবকুমার। সেই সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৮ জন। এ দিন কর্ণাটকে শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছে বিরোধী শিবিরের নেতাদের। শপথগ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন,'কর্ণাটকবাসীকে হৃদয় থেকে ধন্যবাদ জানাতে চাই। গত ৫ বছর ধরে আপনারা কী যন্ত্রণায় ছিলেন তা বুঝতে পারি। গরিব, প্রান্তিক ও দলিতরা কংগ্রেসের সঙ্গে থাকায় এই জয় সম্ভব হয়েছে। ঘৃণা হেরেছে। জিতেছে ভালবাসা।' সেই সঙ্গে তাঁর ঘোষণা, কংগ্রেসের দেওয়া ৫টি প্রতিশ্রুতি কর্ণাটক সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আইনে পরিণত হয়ে যাবে।

Opposition Leaders Display their Show of Unity at the Swearing in Ceremony of Karnataka Government

Advertisement