ভারতে হয়ে গেল G20 বৈঠক। আর এই বৈঠকের পর ভারতের জয়জয়াকার চারদিকে। 30 দেশের জনপ্রতিনিধিরা এই বৈঠকে যোগ দিতে আসেন। বুঝতেই পারছেন তার জন্য দিল্লি জুড়ে ছিল সাজো সাজো রব। একাধিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। ভারতের পাশে আমেরিকার মতো শক্তিশালী দেশকে পাশে দাঁড়াতে দেখে রীতিমতো চাপ বোধ করে পাকিস্তান। এবার পাকিস্তানের এমন কীর্তি সামনে এলো, সেখানে তারাই নাস্তানাবুদ হল। মানে ল্যাজে গোবরে দশা যাকে বলে। আসলে যখন বৈঠক চলছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সঙ্গে বাকি দেশগুলোর সম্পর্ক ভালো করার কথা বলছিলেন, তখন ভারতের সরকারি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে পাকিস্তান।
Pakistan Hackers target Indian Government website in G20 summit