scorecardresearch
 
Advertisement

Palm Crackers: 'কারথিগাই দীপম' এর আগে পাম ক্র্যাকার অনুশীলন, এই বাজি কী থেকে তৈরি জানেন?

Palm Crackers: 'কারথিগাই দীপম' এর আগে পাম ক্র্যাকার অনুশীলন, এই বাজি কী থেকে তৈরি জানেন?

মাওয়ালি সুতারাথু অর্থাৎ পাম ক্র্যাকার । এ এক অদ্ভুত বাজি। তামিলনাড়ুর মায়িলাদুথুরাইয়ের কাছে মাপ্পাদুগাই গ্রামের লোকেরা 'কারথিগাই দীপম' পালন করে। আর এই উৎসবে সবচেয়ে আকর্ষণ মাওয়ালি সুতারাথু বাজি পোড়ানো। এই বাজি তৈরি হয় তাল গাছের ফুল থেকে।

Advertisement