নবরাত্রিতে গুজরাতে গারবা নৃত্য জনপ্রিয়। এই নৃত্য করার আগে চলে প্রচুর অনুশীলন। নবরাত্রি এখনও দেরি আছে তার আগেই গুজরাতে চলছে নাচের অনুশীলন। ঐতিহ্যবাহী পোশাক পরে গুজরাতের সুরাতে গারবা নাচ অনুশীলন করলেন নৃত্যশিল্পীরা।