scorecardresearch
 
Advertisement

Aero India 2023: 'ভারতের প্রতি বিশ্বের আস্থা বেড়েছে', অ্যারো ইন্ডিয়া ২০২৩'-এর উদ্বোধনে মোদী

Aero India 2023: 'ভারতের প্রতি বিশ্বের আস্থা বেড়েছে', অ্যারো ইন্ডিয়া ২০২৩'-এর উদ্বোধনে মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ভারতের বৃহত্তম মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনী অ্যারো ইন্ডিয়ার ১৪তম সংস্করণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 'মেক ইন ইন্ডিয়া' প্রচারাভিযানের ওপর জোর দেন। বেঙ্গালুরুতে চলছে এশিয়ার সবচেয়ে বড় বিমান প্রদর্শনী ‘অ্যারো ইন্ডিয়া ২০২৩’। বেঙ্গালুরুর ইয়েলহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'অ্যারো ইন্ডিয়া আমাদের দেশের প্রতিরক্ষা এবং মহাকাশখাতে যে সীমাহীন সম্ভাবনা রয়েছে তা প্রদর্শন করার জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম।' অংশ নিয়েছে ৯৮টি দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের প্রতি বিশ্বের আস্থা বেড়েছে। তারই নিদর্শন একগুলি দেশের অংশ নেওয়া।

Advertisement