সংবিধান-বিতর্কে লোকসভায় কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্র নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে বেনজির নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, '৭৫ বছরে ৫৫ বছর ওই একটা পরিবার দেশ শাসন করেছে। দেশবাসীর জানা উচিত তাদের নোংরা রাজনীতির ব্যাপারে। সংবিধানকে আঘাত হানতে কোনও রকম চেষ্টার কসুর করেনি কংগ্রেস পরিবার।' পাশাপাশি, নেহরুকে নিশানা করে মোদী বলেছেন যে, নিজেদের সুবিধার জন্য সংবিধান বদলাতে চেয়েছিলেন নেহরু। অন্য দিকে, জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেছেন, 'মৌলিক অধিকার কেড়ে নিয়েছিলেন ইন্দিরা।'