scorecardresearch
 
Advertisement

নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী, সারলেন ভূমি পুজো- VIDEO

নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী, সারলেন ভূমি পুজো- VIDEO

আগেই সময় ঠিক ছিল, সেই মতই নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ভূমি পুজোর পর হয় শিলান্যাস। সেই সঙ্গে সব ধর্মের প্রার্থনাসভারও আয়োজন করা হয়। প্রথা মেনে এদিন দুপুর ১২টা ৫৫ মিনিটে শুরু হয় নতুন সংসদের ভূমিপুজনের অনুষ্ঠান। নিজের হাতে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদী। নতুন এই সংসদ ভবন তৈরিতে খরচ হচ্ছে ৯৭১ কোটি টাকা। নতুন এই ভবনে লোকসভা কক্ষ ও রাজ্যসভা কক্ষের আয়তন অনেকখানিই বাড়ছে। যেখানে লোকসভায় বসতে পারবেন ৮৮৮ জন। রাজ্যসভায় আসন থাকবে ৩৮৪টি। এখন লোকসভায় ৫৪৩ জন সাংসদ বসতে পারেন। রাজ্যসভায় ২৪৫ জন সাংসদের বসার আসন রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লা, উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নাইডু উপস্থিত ছিলেন ভূমি পুজোর অনুষ্ঠানে। এছাড়াও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ কেন্দ্রের একাধিক মন্ত্রী ও বিজেপি নেতারা।

Advertisement