বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ চলছে। বাংলাদেশ হাইকমিশনের বাইরে চলছে এই বিক্ষোভ। হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছেন। তাদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। বাংলাতেও লেখা হয়েছে স্লোগান। বিক্ষোভকারীদের মধ্যে সাধু-সন্ত ও মহিলারাও রয়েছেন। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবি উঠেছে। শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর হামলা বেড়েছে। গত মাসে হিন্দু ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর এসব হামলা আরও বেড়ে যায়।