পাঞ্জাবের হোশিয়ারপুরে এখন রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা চলছে। রাহুল গান্ধির নিরাপত্তা নিয়ে প্রশাসন সচেষ্ট। এরমধ্যেই নিরাপত্তার ফাঁক গলে ঘটল এক ঘটনা। ভিড়ের মধ্যে হঠাৎ এক ব্যক্তি রাহুল গান্ধিকে আলিঙ্গন করতে যান। যদিও নিরাপত্তা কর্মীরা সেই ব্যক্তি সরিয়ে দেন। তবে রাহুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Rahul Gandhi during Bharat Jodo Yatra in Hoshiarpur man tries to hug him