scorecardresearch
 
Advertisement

Rahul Gandhi: রাস্তায় ব্যারিকেড, গাজিপুরে আটকে দেওয়া হল রাহুল গান্ধীর সম্বল যাত্রা

Rahul Gandhi: রাস্তায় ব্যারিকেড, গাজিপুরে আটকে দেওয়া হল রাহুল গান্ধীর সম্বল যাত্রা

বুধবার গাজিপুর সীমান্তে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ের গাজীপুর সীমান্তে বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর কনভয় থামিয়ে দেওয়া হয়েছিল। উত্তর প্রদেশের সম্বলে রাহুল গান্ধীর সফরের আগে ভারী ব্যারিকেডিং উপেক্ষা করে কংগ্রেস কর্মীরা সেখানে জড়ো হওয়ায় একটি বিশাল যানজট দেখা গেছে। রাহুল গান্ধী বলেন, "আমরা সম্বলে যাওয়ার চেষ্টা করছি, পুলিশ প্রত্যাখ্যান করছে, তারা আমাদের অনুমতি দিচ্ছে না। এলওপি হিসাবে, আমার যাওয়ার অধিকার আছে। কিন্তু তারা আমাকে বাধা দিচ্ছে। আমি প্রস্তুত আমি একা যেতে রাজি আছি, কিন্তু তারা সেটাও মেনে নেয়নি।

Advertisement