রক্ষা বন্ধন উপলক্ষে বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক একটি ভাস্কর্য তৈরি করেছেন। যেখানে ওড়িশার পুরী সমুদ্র সৈকতে চাঁদের হাতে চন্দ্রযান-৩ কে রাখি হিসাবে পৃথিবী বেঁধেছেন। পট্টনায়েক প্রায় ৫ টন বালি ব্যবহার করে একটি ৬ ফুট উঁচু বালির ভাস্কর্য তৈরি করেন। এই ভাস্কর্যটি সম্পূর্ণ করার জন্য তাঁর স্যান্ড আর্ট স্কুলের ছাত্ররা তাঁর সঙ্গে হাত মিলিয়েছিল।