scorecardresearch
 
Advertisement

SEBEX 2: মোদির ভারতের হাতে বিশ্বের সবথেকে শক্তিশালী বোমা, চিন ও পাকিস্তানের ঘুম ছুটেছে

SEBEX 2: মোদির ভারতের হাতে বিশ্বের সবথেকে শক্তিশালী বোমা, চিন ও পাকিস্তানের ঘুম ছুটেছে

তৃতীয়বার মসনদে বসে এবার মোদির হাতে নতুন অস্ত্র। চিনের চোখে চোখ রেখে এবার হুশিয়ারি দিতে তৈরি ভারত। এবার মোদির 'আত্মনির্ভর' ভারত। এবার সেনার হাতে এসে গেল 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী' অপারমাণবিক বোমা সেবেক্স-2। শত্রু রাষ্ট্রের ঘুম ছুটে যাওয়া নয়া অস্ত্র তৈরি হয়েছে ভারতের মাটিতেই। ওই বিস্ফোরককে ইতিমধ্যে শংসাপত্র দিয়েছে নৌসেনা। আর এর ফলেই প্রতিরক্ষা ক্ষেত্রে অন্য দেশগুলির তুলনায় কয়েক কদম এগিয়ে গেল ভারত। সম্প্রতি সেবেক্স-২ বিষ্ফোরণটির অনুমোদন দেয় ভারতীয় নৌসেনা। সেনা সূত্রে খবর, তিনটি সূত্র মেনেই তৈরি হয়েছে এই বোমাটি। এই নতুন বোমার সূত্রগুলি আবিষ্কার করেছে ‘ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড’ নামের একটি সংস্থা।

SEBEX 2: India's newly developed most powerful non-nuclear bomb is 2x lethal than TNT

Advertisement