প্রাকৃতিক বিপর্যয়ে নাজেহাল হিমাচল প্রদেশ। ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর এলাকা। একের পর এক বাড়ি ধসে পড়ছে। সামার হিল ও কৃষ্ণনগর সিমলা উভয় জায়গাতেই বাড়ি ধসে পড়েছে। বুধবার জেলা কমিশনার আদিত্য নেগি বলেছেন, উভয় স্থানেই উদ্ধার কাজ চলছে। তিনি জানান সামার হিল এলাকার শিব মন্দির থেকে এখনও পর্যন্ত ১৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিধস ও মেঘ ফাটা বৃষ্টিতে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে আছে।