উত্তরপ্রদেশের সম্ভলে জামা মসজিদে সমীক্ষাকে কেন্দ্র করে রণক্ষেত্র। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল পাথর। চলে অগ্নিসংযোগও। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে পুলিশ। পরে পুলিশি নিরাপত্তায় প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে সমীক্ষা। আবেদনকারী আইনজীবী বিষ্ণ জৈনের দাবি,'ওই মসজিদটি হরিহর মন্দির। ১৫২৯ সালে ধ্বংস করেছিল বাবর'। তাঁর আর্জিতে সাড়া দিয়ে সমীক্ষার নির্দেশ দিয়েছিল জেলার দায়রা আদালত।