উস্কানীমূলক মন্তব্য প্রকাশ্যে করা যায় না। কিন্তু এবার সেরামই এক মন্তব্য ভাইরাল। তাো আবার সেই মন্তব্য করেছেন শাসকদলের বিধায়ক। তিনি বলছেন ‘রাহুল গান্ধীর জিভ কেউ টেনে ছিঁড়ে ফেলতে পারলে পুরস্কার মিলবে নগদ ১১ লক্ষ টাকা।‘ এই মন্তব্য কীভাবে এক নেতা করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা একহাতে নিচ্ছে শাসকদলকে। আমেরিকা সফরে সংরক্ষণ নীতি বাতিলের পক্ষে সওয়াল করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তারই সমালোচনা করে এই মন্তব্য করেছেন শাসকদলের এক বিধায়ক। তবে এই ঘটনা এখানকার না। এই ঘটনা মহারাষ্ট্রের।
Shiv Sena MLA offers ₹11 lakh for chopping off Rahul Gandhi's tongue