সিকিমে ফের ব্যাপক তুষারপাত শুরু হয়েছে সোমোগো যাওয়ার পথে ১৭ মাইল এর কাছে মঙ্গলবার তুষার ধস নামে। বেশ কিছু পর্যটকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তবে সংখ্যাটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় স্থানীয় সূত্রে পাঁচ ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অনেক পর্যটক আটকে পড়েছেন বলে জানা গিয়েছে, বেশ কিছু পর্যটক তুষারের চাপাও পড়ে যান দ্রুত তাদের উদ্ধার কাজে হাত লাগানো হয়। স্থানীয় গাইড ও লোকজনেরা তুষার সরিয়ে উদ্ধার কাজ শুরু করে দেয়। জানা গিয়েছে প্রায় দেড়শ পর্যটক ১৭ মাইলের ওখানে আটকে রয়েছে। তাদেরকে গ্যাংটকের নিরাপদে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। চলতি মরশুমে একাধিকবার এভাবে ধস নামে। ধসের জেরে উত্তর ও পূর্ব সিকিএমের একাধিক পর্যটনকেন্দ্রে গাড়ি আটকে পড়ে। নাথু লা পাস, ছাঙ্গু লেক, জুলুক, লাচেং জিরো পয়েন্টে আটকে পড়ে ৩ হাজারের বেশি গাড়ি।