scorecardresearch
 
Advertisement

Indian Army: সেনাবাহিনীর কামাল, ৭২ ঘণ্টায় মাথা তুলে দাঁড়াল ভেঙে যাওয়া সেতু, সিকিমে অসাধ্যসাধন

Indian Army: সেনাবাহিনীর কামাল, ৭২ ঘণ্টায় মাথা তুলে দাঁড়াল ভেঙে যাওয়া সেতু, সিকিমে অসাধ্যসাধন

৭০ ফুট বেইলি ব্রিজ তৈরি করল ভারতীয় সেনাবাহিনী। তাও আবার মাত্র ৭২ ঘণ্টা সময়ে। ত্রিশক্তি কর্পের পক্ষ থেকে এই ব্রিজ যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হল৷ ডিকচু - সানক্লাং এলাকায় এই ব্রিজ নষ্ট হয়ে গিয়েছিল। নীচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা তিস্তা নদী। এলাকার একাধিক জায়গায় ধসও নামছে। ডিকচু - সানক্লাং এলাকায় অবিরাম বৃষ্টি চলছে। ফলে ওই এলাকার সংযোগকারী ব্রিজ ভেঙে যায়। সাধারণ মানুষকে উদ্ধার ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সেনাবাহিনী কাজ শুরু করে। গত ২৩ তারিখ জওয়ানরা কাজ শুরু করেন। কোনও বিরতি নেওয়া হয়নি। টানা তিন দিন কাজ চালানো হয়েছে।

Advertisement