scorecardresearch
 
Advertisement

Success Story Of Farmer Daughter Priya Kumari: মা রান্না করেন বাবা গরিব কৃষক, অনলাইনে পড়ে দ্বাদশে ফার্স্ট গার্ল প্রিয়া, কুর্নিশ

Success Story Of Farmer Daughter Priya Kumari: মা রান্না করেন বাবা গরিব কৃষক, অনলাইনে পড়ে দ্বাদশে ফার্স্ট গার্ল প্রিয়া, কুর্নিশ

বর্তমানে যুগ ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে সকলের হাতেই স্মার্ট ফোন এভেলেভেল। আর তাতে করে আজকের প্রজন্মের পড়ুয়ারা এই ইন্টারনেটের চক্করে পড়ে পড়াশুনা থেকে দূরে সড়ে যাচ্ছে। পড়াশুনার প্রতি তাঁদের অনিহা তৈরি হচ্ছে। এতদিন পর্যন্ত স্কুলের পড়া ছাড়া গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার চল অনেকটাই বেশি ছিল।কিন্তু কোভিডের পর থেকে অনলাইনে পড়াশোনা চল হু হু করে বাড়তে শুরু করেছে আমাদের দেশে। আর তাতে করে বাইরে বা গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়াটা অনেকটাই কমে গিয়েছে। ফোনের পিছনে অনেকেই অনেক সময় অপচয় করে ফেলছে।

Success Story Of Farmer Daughter Priya Kumari

Advertisement