ভারতীয় সেনাবাহিনী রবিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে তার ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করেছে। উৎক্ষেপণটি পরিচালনা করেছিল ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুলতা ও প্রাণঘাতী আঘাত হানতে পারে।