scorecardresearch
 
Advertisement

Save the Snake: বাপরে! সাপটি ফণা তুলে সোজা দাঁড়িয়ে গেল, প্রায় ১৫টি কোবরা উদ্ধার, দেখুন

Save the Snake: বাপরে! সাপটি ফণা তুলে সোজা দাঁড়িয়ে গেল, প্রায় ১৫টি কোবরা উদ্ধার, দেখুন

আমরা সবাই জানি শীতকালে সাপ ঘুমিয়ে থাকে। আর গ্রীষ্মে তাদের ঘুম ভাঙে। আর গরমকালে বাড়ির আনাচে কানাচে ঢুকে পড়ে সাপ। আর তখনই মানুষ আতঙ্কিত হয়ে সাপকে আঘাত করে। উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান সংলগ্ন গ্রামীণ এলাকায় সাপের সংখ্যা বেড়েছে। রামনগর-ভিত্তিক 'সেভ দ্য স্নেক সোসাইটি' গত কয়েক বছর ধরে এই এলাকায় কাজ করে যাচ্ছে যাতে উভয় পক্ষের জীবন বাঁচাতে সাপ ও মানুষের মধ্যে সংঘর্ষ কম হয়। গত কয়েকদিন ধরে, সোসাইটি জাতীয় উদ্যান সংলগ্ন গ্রামীণ এলাকা থেকে ১৫ টিরও বেশি বিষাক্ত কোবরাকে উদ্ধার করেছে এবং বন বিভাগের সহায়তায় তাদের আবার বনে ছেড়ে দিয়েছে।

Advertisement