দুষ্কৃতীদের কত রকমের মানসিকতা তাকে। ক্রিমিনাল সাইকোলজি নিয়ে বিস্তর পড়াশোনা করতে হয় তদন্তকারীদের। এনিয়ে বিশেষ টিমও রয়েছে। এরকমই এক অবাক করা চোরের ঘটনা সামনে এসেছে। গভীর রাতে মূলত ফাঁকা বাড়িগুলিকে নিশানা করত এই চোর। যে বাড়িতে মূলত মহিলারা একা থাকে সেই সমস্ত বাড়িতে টার্গেট করে রাত একটা থেকে ভোর চারটের মধ্যে লুঠপাট চালাত সে। এখানেই শেষ নয়। চুরির সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার আগে বাড়ির মহিলাদের ধারাল কিছু দিয়ে আঘাত করত সে। এরকমভাবে বেশ কয়েকজন মহিলার উপর হামলা করছিল সে। যার মধ্যে একজন মহিলা জানে শেষ হয়েছিল। বাকী বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছিল। জানা গিয়েছে লাঠি, লোহার রড, এরকম অস্ত্র দিয়ে বাড়িগুলিতে হামলা করত সে।
Suspicious activities in UP