জঙ্গি কার্যকলাপের ধাক্কায় কমে গিয়েছিল এলাকার হিন্দুদের সংখ্যাও। অবশেষে দীর্ঘ পাঁচ দশক পরে খুলল কাশ্মীরের সেই মন্দির। আর এত বছর পরে মন্দির ফের খোলার উদ্যোগে এলাকার হিন্দু বাসিন্দাদের পাশাপাশি শামিল হলেন স্থানীয় মুসলিমরা। নজির গড়লেন অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির। কেটে গিয়েছে 50টা বছর। বন্ধ হয়ে পড়েছিল মন্দির। তবে তিন দশক পরে মন্দির খুলতেই প্রার্থনা জুড়ে দিলেন ব্রাহ্মণরা। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা গ্রামের ব্রারি মৌজ মন্দিরের ঘটনা।
Temple Opens For Devotees After Over Three Decades In J&K's Pulwama